অনেকেই কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগছেন। এ রোগে বেশ কিছু লক্ষণ বা উপসর্গ প্রতীয়মান হয়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানব।
এনটিভির সরাসরি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে-র একটি পর্বে বিভিন্ন রোগ ও প্রতিকার সম্পর্কে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান এবং ল্যাবএইড হসপিটাল অ্যান্ড পিএইচসি এসথেটিকসের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. ইশরাত জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. মাহফুজুর রহমান বলেন, কিডনিতে যখন পাথর হয়, তখন পেশেন্ট তো আর বুঝতে পারে না, আমাদের কাছে এসে বলে ব্যথা হয়েছে। সাধারণত ব্যথাটা কোথায় হয়? ব্যথা হয় তলপেটের দিকে, দুপাশে দুটো কিডনি থাকে। যে পাশের কিডনিতে পাথর থাকে, সে পাশে ব্যথা হয়।
ডা. মাহফুজুর রহমান বলেন, কিডনিতে যদি পাথর হয়, তাহলে ব্যথা ফিক্সড, মানে একই জায়গায় থাকে। কিডনিতে পাথর কোথায় কোথায় হয়? কিডনিতে হয়, কিডনির নালীতে হয়, মূত্রথলিতে হয় আর মূত্রনালীতে হয়। স্থান অনুসারে পাথরটা কোথায় আছে, তার ওপর ভিত্তি করে ব্যথাটা পেশেন্ট কমপ্লেইন করে। কিডনির নালীতে যদি পাথর হয়, তাহলে তীব্র ব্যথা হয়। এটা নিয়ে পেশেন্ট সাধারণত সরাসরি হসপিটালে চলে আসে, এত ব্যথা। আর কিডনিতে হলে কম ব্যথা হয়। এর সঙ্গে আরও কিছু উপসর্গ থাকে, যেমন বারবার প্রস্রাবের রাস্তায় যদি ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কিন্তু ইনফেকশন ভালো হয় না। তখন আমরা খুঁজে দেখি পাথর আছে কি না।
ডা. মাহফুজুর রহমান আরও বলেন, এ ছাড়া প্রস্রাবের সঙ্গে রক্ত যায়, পুঁজ যায় এবং ইন্টারেস্টিং হচ্ছে, প্রস্রাবের সঙ্গে পাথর বের হয়। ছোট আকারের পাথর, প্রস্রাবের নালী দিয়ে আসতে পারে। যদি পেশেন্ট এসে আমাদের বলে, তাহলে আমরা বলি আপনার পাথর হয়েছে। তখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করে কনফার্ম হই।
কিডনির রোগসহ প্রস্রাবের বিভিন্ন সমস্যা ও প্রতিকার এবং মেছতার কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
https://youtu.be/5MraBqVONOU