Author Topic: বুকে ব্যথার কারণ ও প্রতিকার  (Read 2413 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Dr. Sushanta Kumar Ghose

  • Sr. Member
  • ****
  • Posts: 363
  • Gender: Male
    • View Profile


বুকে ব্যথা নানা কারণেই হতে পারে। সঠিক পরীক্ষা করা ছাড়া ঠিক কী কারণে ব্যথা হয় তা বলা মুশকিল। তবে এক ধরনের বুক ব্যথাকে এনজাইনা প্রেকটোরিস বলে। এই ব্যথা সাধারণত বুকের মাঝামাঝি থেকে শুরু হয়।এটি হঠাৎ করে শুরু হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। একে হৃদপিণ্ডে ব্যথার একটি উপসর্গও বলা যেতে পারে। আমরা এখানে কথা বলব এই এনজাইনা প্রেকটোরিস নিয়ে।

এনজাইনা প্রেকটোরিসের লক্ষণ

•    এ রোগে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়।

•    বুকের মাঝামাঝি ব্যথা হয়।

•    বুক ভারি ভারি লাগে। মনে হয় বুকে চাপ দিয়ে ধরা হয়েছে।

•    ব্যথাটি বুক থেকে হাতে বা গলায় ছড়িয়ে যেতে পারে। কখনো কখনো দাঁতের পাটির নিচের অংশে চলে যেতে পারে।

•    কখনো কখনো ব্যথা মাথার পেছনের অংশে ছড়িয়ে পড়ে।

•    ব্যথা কম হলে এক থেকে দুই মিনিট স্থায়ী হয়।

•    ব্যথা বেশি হলে ১৫ মিনিট থেকে এক ঘণ্টার মতো হয়।

কারণ
বিভিন্ন কারণে এই ব্যথা হতে পারে। অনেক সময় ঠাণ্ডাজনিত কারণে এই ব্যথা হয়। ভারী খাবার খেলে অনেকের এ রকম হয়। একভাবে চিত হয়ে শুয়ে থাকলে হয়। হঠাৎ আবেগের ফলেও এটি হতে পারে।

রোগ নির্ণয়
এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকরা ইসিজি, ইটিটি, রক্তের বিভিন্ন পরীক্ষা করতে দেয়। রক্তের বিভিন্ন পরীক্ষার মধ্যে রয়েছে, এইচবি পারসেনটেন্স, রক্তের শর্করা, লিপিড প্রোফাইল ইত্যাদি। এ ছাড়া বুকের এক্স-রে এবং ইকো কার্ডিওগ্রাফি করে এ রোগ নির্ণয় করা হয়।

চিকিৎসা

রোগ প্রতিরোধে
•    এই ব্যথা শুরু হলে রোগীকে সম্পূর্ণ  বিশ্রাম নিতে হবে।

•    ধূমপায়ী হলে ধূমপান ত্যাগ করতে হবে।

•    এলকোহলিক হলে সেটি খাওয়া বাদ দিতে হবে।

•    ভারী কাজ করা যাবে না।

•    ভারী খাবার এড়িয়ে চলতে হবে।

•    নিয়মিত ব্যায়াম করতে হবে।

•    শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।

রোগ প্রতিকারে
এ রোগের চিকিৎসায় ডাক্তাররা সাধারণত এন্টি প্লাটিলেট থেরাপি, এন্টি এনজাইনাল ড্রাগ, নিট্রাটেস, বিটা ব্লফার জাতীয় ওষুধ সেবন করতে দিয়ে থাকেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা ঠিক নয়।



লেখক: সুশান্ত কুমার ঘোষ, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ডিআইইউ মেডিকেল সেন্টার