Author Topic: জেনে নিন আপনার বি.এম.আই  (Read 2166 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Mr. Rasel

  • Hero Member
  • *****
  • Posts: 516
  • Gender: Male
    • View Profile
Body Mass Index (BMI) নিয়ে অনেকেই নানা ধরণের দ্বিধায় ভোগেন। অনেকে মনে করেন এটা নিছক একটি অংক। অনেকে ভাবেন এত জটিল কেন হিসেবটা? শুরুতেই বলে রাখা দরকার, বি.এম.আই. হলো একটি অনুপাত, যা আপনাকে ধারণা দেবে আপনি মোটা, স্বাভাবিক নাকি রোগা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র সুত্র অনুযায়ী, আপনি যদি আপনার ওজনকে আপনার উচ্চতার বর্গ দিয়ে ভাগ করেন, তাহলে প্রাপ্ত ভাগফলটি আপনার বি.এম.আই.। ধরুন, আপনার ওজন ৭০ কেজি এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।  প্রথমেই আপনার উচ্চতাকে মিটার-এ প্রকাশ করুন।
এবার অংকটি এরকম:
উচ্চতা = 1.75 m.
ওজন = 70 kg
সুতরাং, আপনার BMI = 70 kg / (1.75 m2) = 70 / 3.06 = 22.9

বলে রাখা প্রয়োজন, এক এক দেশের লোকসংখ্যা ও খাদ্যাভ্যাস অনুযায়ী BMI-এর স্ট্যান্ডার্ড ভিন্ন ভিন্ন হতে পারে। তবে WHO-র বিশেষজ্ঞদের মতে, যাদের BMI ২২ থেকে ২৫ এর ভেতর, তারা সবচেয়ে ভাল স্বাস্থ্যের অধিকারী। এশিয়ার জনসংখ্যার জন্যে BMI ২৬ থেকে ২৯ এর মধ্যে থাকা সুস্বাস্থ্য হিসেবে বিবেচিত হয়। যাদের BMI ৩০ এর ওপর, তাদেরকে স্থূল বা মোটা বলা যায় এবং তারা নানা ধরণের স্বাস্থ্য-ঝুঁকির ভেতরে রয়েছে । 

Collected