Author Topic: কোনটা আসল এবং কোনটা নকল ওষুধ জেনে নিন।  (Read 2880 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Mr. Rasel

  • Hero Member
  • *****
  • Posts: 516
  • Gender: Male
    • View Profile
আমি নিয়মিত একটা ফার্মেসী দোকানে বসি। উদ্দেশ্য ঔষধের ব্যবসাটা ভাল মত শেখা, ইচ্ছা আছে আগামীতে নিজেই একটা দোকান দেব। কিন্তু, দোকান দেব কি এই ব্যবসায় মানুষের কার্যক্রম দেখে আমি হতভম্ব।

একদিনের ঘটনা, এক লোক আমাদের দোকান (আমি যে দোকানে বসে শিখি) থেকে পাইকারী ঔষধ কেনে, গ্রামে তার দোকান আছে। সেই লোক দোকানের মালিককে জিজ্ঞেস করছে, "দুই নাম্বার সেকলো নাই? "
ঐদিন আমি প্রথম জানতে পারি বাজারে নকল Seclo 20 আছে। Seclo 20 হচ্ছে, স্কয়ার কোম্পানির বহুল ব্যবহৃত গ্যাস্ট্রিকের ঔষধ। যেহেতু এটার চাহিদা আকশচুম্বি, তাই এক দল অসাধু ব্যবসায়ীর অন্যতম টার্গেট এই Seclo 20।

সে দিনের পর আমি আসল আর নকল সেকলো চেনার চেষ্টা করি। এক দিন দোকানের মালিক যখন কোন কারণে দোকানের বাইরে যান, সেই দিন আমি প্রথম এই দোকানে নকল #Seclo20 আবিষ্কার করি। সৌভাগ্যবশত, সে দিন দোকানে আসল Seclo20 ঔষধও ছিল। অনেকক্ষণ যাচাই-বাছাই করার পর আমি আসল Seclo20 সনাক্ত করি।
এর কিছুদিন পর, আরেক কাস্টমার বলল যে, Calbo D (ক্যালসিয়াম ও ভিটামিন ডি ট্যাবলেট) দিন, যদি আসলটা থাকে তাহলে দিবেন আর না হলে দিবেন না। দোকানী বলল নেই।

কাস্টমার চলে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, Calbo D তো ছিল, নাই বলার কারণ কি? সে তখন বলল, এটা নকল Calbo D
পরে আমি আশ্চর্য হয়ে দেখলাম যে, পুরো দোকান নকল Calbo D দিয়ে ভর্তি।
বেশ কিছুদিন পর এই নকল ঔষধ সাপ্লাইকারীকে দেখলাম, উনি দোকানের মালিকে Zimax 500 (এন্টিবায়োটিক) কেনার অফার করছেন। আরো দেখলাম তার কাছে কয়েক বক্স নকল Zimax 500 সাথে আরো কিছু ঔষধ।
তখন আমি নিশ্চিত হলাম, শুধু মাত্র এই দোকানেই নয়, এর আশপাশের অনেক ফার্মেসীতেই অতি গোপনে এবং খুব স্বাভাবিক ভাবেই নকল ঔষধ বিক্রি হচ্ছে এবং এটা হচ্ছে প্রতিনিয়ত।

শুধু মাত্র স্কয়ার কোম্পানির ঔষধ ই যে নকল হচ্ছে তাই নয়, বহুল ব্যাবহৃত প্রায় সব ধরণের ঔষধ ই নকল হচ্ছে।
সচরাচর এই বিষয়টি সাধারণ মানুষ জানে না আর ঔষধগুলির পার্থক্যও অত্যান্ত সূক্ষ্ম। কিছু ক্ষেত্রে আসল আর নকল ঔষধ এক সাথে পরীক্ষা না করলে নকলটা খুঁজে বের করা প্রায় অসম্ভব।
মানুষের এই অজ্ঞাতকে কাজে লাগিয়ে এক দল অসাধু ব্যাবসায়ী কিছু মুনাফার আশায় নকল ঔষধ নামক বিষ খাইয়ে যাচ্ছে। ব্যবসার নামে প্রতারণা করে মানুষের জীবনকে নিয়ে যাচ্ছে হুমকির মুখে।

বেশ কিছু গ্রুপে আমি এই নিয়ে লেখালেখি করেছি। কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন, অনেকে বিশ্বাস করেননি। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, নকল ঔষধ আছে কি নেই, এটা নিয়ে যদি সামান্য সন্দেহ থাকে তবে ১৭ ই নভেম্বর ২০১৯ সালে করা #SATV 'র "খোঁজ" প্রতিবেদনটা দেখে নিতে পারেন YouTube এ।
নকল Calbo D এর একটা পিক দিলাম, জাস্ট Calcium বানানটা দেখুন।
উল্লেখ্য, নকল ক্যাপসুলের গায়ে Seclo20 লিখা থাকেনা " আর আসল গুলোর গায়ে Seclo20 লিখা থাকে।
নকল ক্যালবো ডি প্যাকটা সাইজে বড় এবং ফিনিসিং ভালো না "আসল ক্যালবো ডি কোটা ছোট ফিনিসিং সুন্দর আর ট্যাবলেটের গায়ে স্কয়ার লিখা থাকে।



Source: স্বাস্থ্য টিপস