Author Topic: বৃষ্টিতে ভিজলে সুস্থ থাকতে দ্রুত যা করবেন  (Read 1909 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Dr. Sushanta Kumar Ghose

  • Sr. Member
  • ****
  • Posts: 363
  • Gender: Male
    • View Profile

বর্ষায় বৃষ্টি না হলেও এবার এই সময় বৃষ্টি হচ্ছে। বলা যায় অসময়ী বৃষ্টি। অনেক সময় হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে সঙ্গে ছাতা বা রেইনকোট না থাকায় ভিজতে হয়! আবার অনেকে শখের বশেও বৃষ্টিতে ভিজেন। এর অনেক উপকারিতা থাকলেও, অসময়ের বৃষ্টিতে ভিজে অনেকেই আবার সর্দি-জ্বরে ভোগেন।

তাই শারীরিক সুস্থতা নিশ্চিত করতে বৃষ্টিতে ভেজার পর কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন হঠাৎ বৃষ্টি ভিজলে সুস্থ থাকতে দ্রুত যা করবেন-

>> বৃষ্টিতে ভেজার পর হালকা গরম পানি দিয়ে গোসল সেরে নিন। এতে জীবাণু ও সংক্রমণ থেকে রেহাই মিলবে।

>> শরীরের ভেজা কাপড় ঘরে ফিরে দ্রুত বদলে ফেলুন। ভেজা কাপড় দীর্ঘক্ষণ পড়ে থাকলে ফ্লু সংক্রমণ ঘটতে পারে। আবার নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।

>> ভেজা মোজা ও অন্তর্বাস দ্রুত খুলে ফেলুন।

>> যত দ্রুত সম্ভব বৃষ্টিতে ভেজার পর পা ধুয়ে নিন। বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রাস্তার সব নোংরা জীবাণু পায়ে লেগে থাকতে পারে। সবচেয়ে ভালো হয় পা গরম পানিতে ভিজিয়ে লবণ দিয়ে স্ক্রাব করে নিন।

>> গোসলের সময় অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করুন। এতে যে কোনো জীবণু ধ্বংস হয়ে যাবে।

>> ভেজা চুল দ্রুত হেয়ার ড্রায়ার ব্যবহার করে শুকিয়ে নিন।

>> গোসলে পর ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন ত্বকে।

>> এরপর সময় করে নিজেকে ফিট রাখতে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করুন। এতে শরীর গরম হবে ও রক্ত সঞ্চালনের উন্নতি ঘটবে।

>> আর অবশ্যই শরীর গরম রাখতে এক কাপ চা পান করুন। গরম স্যুপও খেতে পারেন। তাহলে অনেকটাই আরাম বোধ করবেন।

>> বৃষ্টিতে ভেজার কারনে জ্বর বা ঠান্ডা- সর্দি হতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।