Author Topic: ড্রাই নিডলিং চিকিৎসা কেন করা হয়  (Read 1661 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Dr. Sushanta Kumar Ghose

  • Sr. Member
  • ****
  • Posts: 363
  • Gender: Male
    • View Profile


ড্রাই নিডলিং এমন একটি পদ্ধতি যা মায়োফেসিয়াল বা মাংশপেশীর ব্যথা বা এ থেকে সৃষ্ট ব্যথা উপশম বা কমাতে ব্যবহৃত হয়। মাংশপেশীর বিভিন্ন নির্দিস্ট জায়গাতে ড্রাই নিডেল পুশ করা হয়। এই পদ্ধতিতে ট্রিগার পয়েন্ট পেইন ম্যাজিকের মত কমে যায়। তবে অত্যান্ত সতর্কতার সাথে ও নিদিস্ট কিছু নিয়ম মেনে এ চিকিৎসা করা হয়। এটি খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি।

নিচের সমস্যা গুলোতে ড্রাই নিডেল খুব কার্যকরীঃ

১) ট্রিগার পয়েন্ট পেইন

২) মাংশপেশীর স্পাজম পেইন

৩) মাংশপেশী জনিত ব্যথা

৪) মাস্কুলোস্কেলিটাল পেইন

৫) রেফার্ড পেইন

৬) সফট টিস্যু প্যাথোলজী জনিত ব্যথা

৭) স্পাজম জনিত ব্যথা


ড্রই নিডেলিং থেরাপি সাধারনত ফিজিওথেরাপি চিকিৎসক গন করে থাকেন। এই চিকিৎসার জন্য দক্ষ  ফিজিওথেরাপি চিকিৎসক প্রয়োজন।



লেখক: সুশান্ত কুমার ঘোষ, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ডিআইইউ মেডিকেল সেন্টার