দাঁত ব্যথায় কী করবেন!!!
--------------------------
দাঁতের ব্যথা কতটা প্রকট হতে পারে তা কেবল যার দাঁত ব্যথা হয়েছে, সেই জানেন। দাঁতের ব্যথায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি চিকিতৎসকের পরামর্শ পর্যন্ত অপেক্ষা করার সময় না থাকে তবে তীব্র দাঁতে ব্যথার উপশমে আপনি নিজেই কিছু প্রাথমিক ব্যবস্থা নিতে পারেন-
যে কোন ধরণের ব্যথা নাশক যেমন প্যারাসিটামাল, ডাইক্লোফেনাক সোডিয়াম বা আইব্রুফেন জাতীয় ওষুধ সেবন করতে পারেন। এতে তাত্ক্ষনিক খানিকটা ব্যথা কমতে পারে। সামান্য গরম পানি দিয়ে কুলি করতে পারেন।
`ওরাজেল` নামের ব্যথানাশক জেল দাঁতের মাড়িতে ব্যবহার করতে পারেন। এতেও ব্যথা কমে যেতে পারে।
অনেক ক্ষেত্রে মাড়ি ফুলে গেলে কোল্ড কম্প্রেসর ভালো কাজ করে। ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত এটা করতে পারেন। কাপড়ের মধ্যে একটুকরো বরফ নিয়েও এটা করা যায়।
দাঁতের ফাকে কোন খাদ্য কনা আটকে আছে কিনা তা বের করার জন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। তবে কোন শার্প বস্তু ব্যবহার করবেন না।
এছাড়া যে কোন মাউথ ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।
দাঁতের ব্যথা উপশমে এসব নিতান্তই প্রাথমিক ব্যবস্থা। দাঁতের ব্যথার কারণ জেনে চিকিত্সা নিতে অবশ্যই কোন ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। সাধারণত ডেন্টাল ক্যারিজ, মাড়ির প্রদাহ বা ইনফেকশন হলে দাঁতে তীব্র ব্যথা হয়। তাই কোন অবস্থাতেই দাঁতের ব্যথা অবহেলা করবেন না।