Daffodil Hospital & Research Center

Health Care => Colorectal Surgery => Topic started by: Dr. Sushanta Kumar Ghose on December 29, 2022, 11:57:56 AM

Title: এনাল ফিসার বা গেজ রোগের উপসর্গ, কারণ ও চিকিৎসা
Post by: Dr. Sushanta Kumar Ghose on December 29, 2022, 11:57:56 AM
এনাল ফিসার হল মলদ্বার ছিঁড়ে যাওয়া। এনাল ফিসার হলে মলদ্বারে ব্যাথা হয় ও মলত্যাগ করার সময় মলদ্বার দিয়ে রক্ত বের হয়। এনাল ফিসারের অনেক রুগি আছে। অনেকেই এনাল ফিসার কে পাইলস ভেবে ভুল করেন।

(https://i0.wp.com/parkview.com.bd/wp-content/uploads/2022/07/anal-fissure-1.jpg?resize=321%2C212&ssl=1)

এনাল ফিসারের রোগের উপসর্গ কি?
[/size]

(https://i0.wp.com/parkview.com.bd/wp-content/uploads/2022/07/Man-on-Comode.jpg?resize=220%2C263&ssl=1)

এনাল ফিসার কেন হয়?
[/size]

এনাল ফিসারের প্রকারভেদ:

এনাল ফিসার ২ ধরনের। তীব্র (Acute) ও দীর্ঘস্থায়ী (Chronic)। দীর্ঘস্থায়ী ফিসারে মলদ্বারের ভেতরে ও বাইরে গোঁটা থাকে এবং এর চিকিৎসা কঠিন।

এনাল ফিসারের চিকিৎসা কি?
[/size]
এ সমস্যা কি আবার হতে পারে?

নিয়ম কানুন মেনে চলা ও ঔষধের মাধ্যমে চিকিৎসা করার পর মল যদি আবার শক্ত হয় বা মলদ্বারে আঘাত পেলে আবার ফিসার হতে পারে। একারনে মলদ্বার ব্যাথা, রক্তপাত বন্ধ হলেও মল নরম রাখা উচিত, শাকসবজি, সালাদ, পানি বেশি খাওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। যদি কোন সুনির্দিষ্ট কারন ছাড়া ফিসার হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে।

ঔষধের মাধ্যমে ফিসার ভাল না হলে কি করার আছে?

নিয়ম কানুন মেনে চলা ও ঔষধের মাধ্যমে চিকিৎসা করার পরও ফিসার ভাল না হলে রোগীকে আবার পরীক্ষা করে দেখা উচিৎ। মল সবসময় শক্ত বা তরল হলে, মলদ্বার ছোট হয়ে গেলে বা মাংশপেশি টাইট থাকলে ফিসার ভাল নাও হতে পারে। অন্ত্রের প্রদাহ রোগ, অন্ত্রের সংক্রমণ বা মলদ্বারে টিউমার হলে ফিসার ভাল হয়না।
যেসব রুগী অনেকদিন ধরে মলদ্বারে ব্যাথার অভিযোগ করেন তাদের কলনস্কপি পরীক্ষা বা অপারেশন থিয়েটারে নিয়ে পরীক্ষা করা উচিৎ।

এনাল ফিসারে সার্জারির ভুমিকা কি?

এনাল ফিসারের সার্জারি ২ ধরনের। এক হল মলদ্বারের পেশীতে বটুলিনাম ইনজেকশন (Botulinum toxin) দেয়া এবং দুই, অপারেশন করে মলদ্বারের পেশীর কিছু অংশ কেটে দেয়া (Lateral internal sphincterotomy)। এনাল ফিসারের অপারেশন করে রুগী ১ দিনের মধ্যে বাড়ি চলে যেতে পারে। এই রোগের অপারেশনের প্রধান লক্ষ্য হল মলদ্বার বা পায়ূপথের পেশীকে শিথিল করা, ফলে মলদ্বার ব্যাথা কমে যায় ও মলদ্বার স্বাভাবিক হয়, এনাল ফিসারের ঘা শুকিয়ে যায়। এনাল ফিসারের অপারেশন করলে ৯০% ভাগের বেশি রুগী সম্পূর্ণ ভাল হয়ে যায়। সকল অপারেশনের কিছু ঝুঁকি থাকে, কদাচিৎ এই অপারেশনের পর বাতাস বা তরল মল ধরে রাখা কষ্ট হতে পারে। আপনার কলোরেকটাল সার্জন এসব ঝুঁকির ব্যাপারে আপনার সাথে আলাপ করবেন এবং আপনার জন্য যথার্থ চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন

(https://i0.wp.com/parkview.com.bd/wp-content/uploads/2022/07/Lateral-internal-sphincterotomy.jpg?w=665&ssl=1)

অপারেশনের পর ভাল হতে কতদিন লাগবে?

এনাল ফিসারের চিকিৎশার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে ঔষধ বা অপারেশন যাই হোক না কেন পুরোপুরি সুস্থ হতে ৬-১০ সপ্তাহ লাগতে পারে। অপারেশনের পর ব্যাথা এবং রক্তপাত হ্রাস পায়, এরপরেও মল স্বাভাবিক রাখা, শাকসবজি, সালাদ ও পানি বেশি খাবার অভ্যাস রাখতে হবে। ক্রমাগত শক্ত বা তরল মলত্যাগ বা পায়ূ পেশী টাইট হয়ে থাকলে, ঘা শুঁকাতে বিলম্ব হতে পারে। কিন্তু অপারেশনের ২-৩ দিন পরেই কাজে যোগ দিতে পারে। অপারেশনের পরে মলত্যাগে কোন সমস্যা থাকেনা বা তরল খাবার খেতে হয়না। এনাল ফিসারের যে অপারেশন করা হয় তাতে সিজ বাথ বা গরম পানিতে বসতে হয়না বা ড্রেসিং-এর দরকার নেই এবং সেলাই কাটার কোন ঝামেলা থাকেনা।

এনাল ফিসার থেকে কি ক্যান্সার হতে পারে?

এনাল ফিসার থেকে কখনই ক্যান্সার হতে পারে না। কিন্তু যদি ক্রমাগত ব্যাথা থাকে তাহলে রুগীকে সাবধানতার সাথে পরীক্ষা/ মূল্যায়ন করতে হবে কারন এ ক্ষেত্রে ব্যাথার অন্য কারন থাকতে পারে। এনাল ফিসার যদি ভালও হয়ে যায়, আপনার কলোরেকটাল সার্জন আপনাকে আরও পরীক্ষা করতে পারে। যদি মলদ্বার দিয়ে রক্ত যায় কলনস্কপি পরীক্ষা করতে হতে পারে।

কলোরেকটাল সার্জন কি বা কারা?

কোলন এবং রেকটাল সার্জন, বৃহদান্ত্র, মলদ্বার এবং পায়ূপথের রোগের অপারেশন এবং ঔষধের মাধ্যমে চিকিত্সার বিশেষজ্ঞ ডাক্তার। তারা এই রোগের চিকিত্সার উন্নত অস্ত্রোপচারের প্রশিক্ষণ সম্পন্ন করেছে, পাশাপাশি সাধারণ অপারেশনের প্রশিক্ষণও সম্পন্ন করেছে। তারা বৃহদান্ত্র, মলদ্বার এবং পায়ূপথের সাধারণ ও ক্যান্সার রোগের চিকিত্সার ক্ষেত্রে সুপরিচিত এবং সুদক্ষ। কোলন এবং রেকটাল সার্জন বৃহদান্ত্র, মলদ্বার ক্যান্সার রোগের স্ক্রীনিং পরীক্ষা করেন এবং বৃহদান্ত্র, মলদ্বার এবং পায়ূপথের যাবতীয় অপারেশন/শল্যচিকিত্সার চিকিত্সা করেন, যদি তা প্রয়োজন হয়।


sourse: https://parkview.com.bd/