Daffodil Hospital & Research Center

General Category => General Discussion => Topic started by: Dr. Sushanta Kumar Ghose on October 16, 2023, 11:15:05 AM

Title: রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অস্বাভাবিক কমে গেলে কী হয়?
Post by: Dr. Sushanta Kumar Ghose on October 16, 2023, 11:15:05 AM
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অস্বাভাবিক কমে গেলে কী হয়?
হিমোগ্লোবিন আমাদের শরীরের একটি অতি অতি প্রয়োজনীয় প্রোটিন,যা শরীরের সকল আনাচে কানাচে রক্ত সরবরাহের গুরুদায়িত্বটি পালন করে।

রক্তে হিমোগ্লোবিন অস্বাভাবিক ভাবে কমে গেলে অ্যানিমিয়া বা রক্তশুণ্যতা দেখা দেয়। তখন রক্তের অক্সিজেন পরিবহন করার ক্ষমতা হ্রাস পায়। সাধারণ অ্যানিমিয়ায় ক্লান্তি বোধ,মাথাব্যথা, বমি বমি ভাব,দুর্বলতা, শ্বাসকষ্ট হয়। যখন এটি কিছুটা গুরুতর হতে থাকে তখন বিভ্রান্তি, অজ্ঞান হওয়া, চেতনা হ্রাস ইত্যাদি লক্ষণগুলো দেখা যায়।

এছাড়াও হিমোগ্লোবিন এর অভাবে

১.শ্বাস নিতে কষ্ট হয় - যেহেতু রক্ত অক্সিহিমোগ্লোবিন রুপে দেহে অক্সিজেন পরিবহন করে,তাই দেহে হিমোগ্লোবিন কমে গেলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে প্রয়োজনীয় সংখ্যক হিমোগ্লোবিন না থাকার কারণে।শরীরের অনেক স্থানে অক্সিজেন পৌছে না। যার কারণে শ্বাস কষ্ট দেখা দেয়।

২.হার্ট বিট বেড়ে যায় — রক্তে হিমোগ্লোবিলের পরিমাণ কমে গেলে ব্লাড সার্কুলেশন বাধাপ্রাপ্ত হয়,ফলে হার্ট বিট বেড়ে যায়।যা মোটেও ভালো লক্ষণ নয়।

৩.ত্বক ফ্যাকাসে ও হলুদ বর্ণ ধারণ করে

৪. কোনোকিছুতে মনোনিবেশ করতে সমস্যা হয়—কারণ হিমোগ্লোবিন এর অভাবে শরীর দুর্বল থাকে। শরীরের সাথে যেহেতু মনের এক বিশাল সংযোগ রয়েছে,তাই মনেও এর সুবিশাল প্রভাব পড়ে।

এছাড়াও রক্তে হিমোগ্লোবিন কমে গেলে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মাথা ব্যাথা করা, মাথা ঘোরার মত আরো কিছু ছোট-খাট শারীরিক সমস্যা হতে পারে।