Daffodil Hospital & Research Center

General Category => General Discussion => Topic started by: Dr. Sushanta Kumar Ghose on January 16, 2023, 12:06:18 PM

Title: ফিজিওথেরাপি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
Post by: Dr. Sushanta Kumar Ghose on January 16, 2023, 12:06:18 PM
(https://th.bing.com/th/id/R.6382a7527f94cce1294dabdd2408252e?rik=jRu1PQIMzxpZHQ&riu=http%3a%2f%2fth38.st.depositphotos.com%2f1177973%2f12891%2fi%2f450%2fdepositphotos_128910458-stock-photo-word-physiotherapy-and-stethoscope-on.jpg&ehk=f7Xe0LXCq37RnOYIoVVZx06L8MsU%2bwtP0ae%2bOtUgS8A%3d&risl=&pid=ImgRaw&r=0)

প্রশ্ন: ফিজিওথেরাপি কি?

উত্তর:
ফিজিওথেরাপি হল এক ধরনের চিকিৎসা পন্থা। এটি বিভিন্ন রোগের যেমন- ব্যথা বিশেষ করে জয়েন্টের, বাত, প্যারালাইসিস ও পক্ষাগ্রস্থ্যদের চিকিৎসা করা হয়।

প্রশ্ন: ফিজিওথেরাপি কি কি ধরনের চিকিৎসা দেয়া হয়?

উত্তর:
ফিজিওথেরাপি চিকিৎসায় বিভিন্ন পদ্ধতিতে প্রদান করা হয় যার মধ্যে বিভিন্ন ধরনের থেরাপিওটিক এক্সারসাইজ, ইলেক্টোথেরাপি, ম্যানুয়াল থেরাপি ( মোবিলাইজেশন, মনিপুলেশন), পজিশনাল ট্রাকশন, ড্রাই নিডেল থেরাপি, কাপিং থেরাপি, সক ওয়েভ থেরাপি, টেকার থেরাপি, লেজার থেরাপি ইত্যাদি। তবে চিকিৎসার ধরন নির্ভর রোগীর কি সমস্যা তার উপর।

প্রশ্ন: ফিজিওথেরাপি একবার নিলে কি সব সময়েই নিতে হয়?

উত্তর:
ফিজিওথেরাপি চিকিৎসা নির্ভর করে কি সমস্যা তার উপর। সমস্যা বা রোগ কতটুকু আপনার শরীরকে আক্রান্ত করেছে তার উপর। রোগীর বয়স, কি সমস্যা, কত দিনের সমস্যা এ সকল বিষয় উপর্যপরি জরিত। তবে ফিজিওথেরাপি চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে গেলে পরবর্তী উপদেশ মেনে চলা খুব জরুরী। সেটার উপর নির্ভর করে রোগী কতদিন সুস্থ থাকবে।


(https://th.bing.com/th/id/R.9ef9e94de11e4416bdbd6e5a84334b6a?rik=oVCCZoQi88G7gg&pid=ImgRaw&r=0)

 প্রশ্ন: উপযুক্ত ফিজিওথেরাপি চিকিৎসা পেতে কার কাছে যেতে হবে?

উত্তর:
উপযুক্ত ফিজিওথেরাপি চিকিৎসা পেতে ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা  ফিজিওথেরাপি এর উপর কমপক্ষে ব্যচেলর ডিগ্রী সম্পন্ন করা একমাত্র ফিজিওথেরাপি চিকিৎসক। তারাই সঠিক চিকিৎসা দিতে পারেন।

প্রশ্ন: ফিজিওথেরাপি চিকিৎসক গন কি ডাক্তার?

উত্তর:
বাংলাদেশ রিহেবিলিটিটেশন কাউন্সিল এর নিয়মানুযায়ী  ফিজিওথেরাপি চিকিৎসক নামের আগে ডাক্তার লিখতে পরেন। বিএমডিসি এক্ট -২০১০ ফিজিওথেরাপি চিকিৎসক বা রেজিস্টার্ড প্যাকটিশনার দের জন্য প্রযোজ্য নয়। বিএমডিসি এক্ট -২০১০ এর বিপরীতে মহামান্য হাইকোর্ট  এ রীট পিটিশন করা রয়েছে । সে অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসক (যারা ব্যাচেলর ডিগ্রী ধারীগন) নামের পূর্বে  ডাক্তার পদবী ব্যবহার করেন। রীট পিটিশন কে অমান্য করা আইনত দন্ডনীয় অপরাধ।  তবে ফিজিওথেরাপি চিকিৎসক বা রেজিস্টার্ড প্যাকটিশনার  শুধুমাত্র ফিজিওথেরাপি চিকিৎসা ও পরামর্শ দেয়ার যোগ্যতা রাখেন।


প্রশ্ন: ফিজিওথেরাপি চিকিৎসক গন কি বিএমডিসি আইন এর অধিভুক্ত?

উত্তর:
বাংলাদেশ রিহেবিলিটিটেশন কাউন্সিল ফিজিওথেরাপি চিকিৎসক গন এর রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রন সংস্থা । এরা বিএমডিসি অধিভুক্ত নয়।



লেখক: ডা: সুশান্ত কুমার ঘোষ, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ডিআইইউ মেডিকেল সেন্টার